সুগন্ধির ব্যবসা
মাহতাবুর রহমানের আল হারামাইন সুগন্ধির ব্যবসা । উনি সিলেটের । ১৯৭৬ সালে যান আরব আমিওরাতে। তারপর সেখানে এই ব্যবসা শুরু করেন। এখন হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশ সুগন্ধির জন্য উতপাদনের জন্য ভাল। কারন এখানে সুগন্ধির মূল গাছ আগর সিলেটে পাওয়া যায়।