Posts

Showing posts from December, 2017

making products with cnc machine

make any amazing with cnc machine and sell it with rich market.

truffles and saffron

i need to cultivate these.

Scorpions

 এক প্রকার বিচ্ছু। সাপের মত এদের বিষ দিয়েও ওষুধ বানানো যায়।

horse shoe carb

Image
এটা এক প্রজাতির কাকড়া, এর রক্ত হলো সবুজ। এর রক্তের মাধ্যমে ওষুধ বানানো হয়। প্রতি লিটার প্রায় ১০ লাখ টাকা।

ইনসুলিন বানানো বা ইনসুলিনের কাচামাল

ইনসুলিন অনেক দামি তরল। প্রতি লিটার ৪০০০০ ডলার।

সাপের খামার

 সাপের বিষ প্রতি লিটার লাখ লাখ টাকা । ওষুধের ক্ষেত্রে এর বাজার অনেক ভালো। প্রতি লিটার ৪০০০০ ডলার।

চায়না মোবাইলের ব্যবসা

বাংলাদেশে চায়নার মত সস্তায় মোবাই বানানো ও বিক্রি করhttps://www.youtube.com/watch?v=leFuF-zoVzA

আগর গাছ

আগর থেকে সুগন্ধি আতর:   মৌলভীবাজার সদর থেকে যেতে সুজানগরের আগেই জুড়ি উপজেলা। সেখানেই আতর তৈরির কারখানা করেছেন সোহাগ মিয়া। ‘আলীফ আগর-আতর’ নামে তাঁর ছোট কারখানাটি ঘুরিয়ে দেখাতে দেখাতে আগর থেকে আতর তৈরির খুঁটিনাটি বললেন তিনি। তাঁর সঙ্গে প্রস্তাবিত জুড়ি আগর-আতর ব্যবসায়ী সমিতির সভাপতি ইমরুল ইসলামও ছিলেন। আগরগাছ লাগানোর পর ছয়-সাত বছর বয়স হলেই পুরো গাছে এক ইঞ্চি পরপর পেরেক মারা হয়। তখন গাছ থেকে একধরনের রস বের হয়। পেরেকের চারপাশে সেই রস জমে কালো রং ধারণ করে। এভাবেই তিন থেকে পাঁচ বছর রাখা হয়। এরপর গাছ কাটা হয়। ছোট ফালি করে কাটার পর পেরেক খোলা হয়। তখন গাছের কালো ও সাদা অংশ আলাদা করা হয়। সেই কাঠ কারখানার হাউস কিংবা প্লাস্টিকের ড্রামে রাখা পানিতে ভেজানো হয়। এভাবে ফেলে রাখা হয় এক থেকে দেড় মাস। তারপর সেগুলো স্টিলের ডেকচির মধ্যে দিয়ে অনবরত জ্বাল দেওয়া হয়। তখন পাতন পদ্ধতিতে ফোঁটায় ফোঁটায় আতর নির্দিষ্ট পাত্রে জমা হয়। সোহাগ মিয়া বললেন, আগরগাছের কালো অংশ দিয়েই ভালো মানের আতর হয়। তবে সাদা অংশ দিয়েও হয়, তবে সেটি একটু নিম্নমানের আতর। এ ছাড়া আতর তৈরির প্রক্রিয়া শেষে ব্যবহৃত কাঠ গুঁড়ো করে বিক্রি হয়। এক ...

Digital product

If you want to do really affiliate then open a web site for yourself and start to sell your digital product. i have a ambition to sell English learning course.it has proven that spending money in google ppc is not wastage it can give you profit.

Transportation business

Some private cars and others can be bought and a small business can be started. But if you are ready to do this you need at lest five lakh tk.

Real power

Real power is to hide to it. This is tale of satya an indian film character. He made in this film a company which had no name. The purpose of this unknown company was to distribute all money among the common man.He thinks that our system has become corrupted and only way to make it pure and beneficent is to make a company like this. I think this thinking is good you can say it is great but in reality this is a impossible task.But it can be possible just with unlimited hard worker and determined people.