নতুন সরকারের রুপ রেখা

 আমার মনে হয় প্রতিযোগিতামূলক সরকারি শাসন গড়া উচিত। ঘুষ দূর করার একমাত্র উপায়। যার যোগ্যতা বেশি সেই চাকরি পাবে। যদি কারো বিরুদ্ধে পাচশ জনের বেশি প্রতিযোগী দারিয়া জায় তাহলে আবার কম্পিটিশন হবে।

তবে সমস্যা হলো একজনকে ট্রেনিং দেয়ার পর আরেকজনের পিছনে টাকা খরচ।

নতুন এই আইডিয়াকে বাস্তবায়ন না করলে ঘুষ দূর হবে না।

Comments

Popular posts from this blog